Tuesday, January 24, 2017

ঢাকায় সস্তা বলতে নগর পরিবহন, আর সব কস্টলি।


৫৳ দিয়ে গুলিস্থান থেকে উঠলে এক/দেড় ঘন্টা লাগে মালিবাগে যেতে। সিটে বসে দেড় ঘন্টা সময় কাটানো সত্যিই সেভেন ওয়ান্ডারে একটি, তাও  আবার ৫ টাকায়।  নবীগণকে  দিয়ে আল্লাহ  ছাগল পালন করিয়েছে, ওনাদের ধৈর্য্য বাড়ানোর জন্য, আর আল্লাহ্ আমাদের ধৈর্য্যের পরীক্ষা করছেন নগর পরিবহন গুলো দিয়ে।
আল্লাহ্ আমাদের ধৈর্য্যশীলদের অন্তর্ভুক্ত করে দিন। এই বাস আর রাস্তাগুলোকে আপনি করে নেওয়ার তওফিক দান করুন।

No comments:

Post a Comment

মুসলিমদের করনীয় কি, বললেন হেরাম শরীফের পেশ ইমামঃ

ভিডিওটি শেয়ার করুন বাচ্চাটিকে পেতে সাহায্য করুন।