Sunday, January 22, 2017

জাতির প্রধান সমস্যা হলো মোবাইল ফোনের চার্জ (থাকে না)।

মার ফোন সন্তান ধরছে না, সুইচ অফ। টেনশন!! এরার বাবা, ফুফু, খালা বড় ভাই সবাই ফোন দিয়ে অস্থির। যেখানে তাকাবেন দেখবেন, বড় পাওয়ার ব্যাংক, চার্জার, নিয়ে খুরছে? ফোন চার্জে লাগিয়ে কথা বলছে কিংবা গোমসা খেলছে অথবা ফেসবুক পেজ নাড়ছে! এর কারণে ঘামা ঘামা ব্যাটারি ২০০০ মিলি মোল এম্পেয়ার থেকে ৫০০০ মিলি মোল এম্পেয়ার দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না। এ সমস্যা সমাধানে সরকার সহ বিভিন্ন মহলকে এগিয়ে আসতে হবে। বেশ কিছুদিন আগে শুনেছি বাংলাদেশি দু'জন বিজ্ঞানীর আবিষ্কৃত ফোটন কণা এরা সমাধান করবে, এখন প্রশ্ন হলো সেটা কবে? বাসা থেকে ১০০% চার্জ নিয়ে বের হলেও রক্ষা নাই। কয়েকঘন্টা পরে চার্জ নাই।তারপর উড়তি বয়সীরা আবার জেড ফোন ব্যবহার করা ও প্রধান কারন, সারা দিন এফ এম রেডিও??

No comments:

Post a Comment

মুসলিমদের করনীয় কি, বললেন হেরাম শরীফের পেশ ইমামঃ

ভিডিওটি শেয়ার করুন বাচ্চাটিকে পেতে সাহায্য করুন।