Tuesday, January 24, 2017

রাস্তায় সোডিয়াম বাতি কেন লাগানো হতো?

এক সময় আমাদের চোখে পড়তো সোডিয়াম বাতি, রাস্তার দুপাশে শোভা পাচ্ছে। বর্তমানে এ দৃশ্য পরিবর্তিত হয়ে সাদা এলইডি বাতি ঝকমক করছে। কিন্তু সোডিয়াম বাতি ছিল, এখন নয় কেন। সাধারণ মানুষের কাছে কারন এখনোও অজানা। লোকমুখে শোনা যেতো এক একটি সোডিয়াম বাতি ১৩ হাজার টাকা ছিল। সোডিয়াম রং এর নিচে আসলে সোনালী আরা সাদা রং কে সোনালী দেখায়।বাকি সবগুলো রং কে কালো দেখায়। এইটি নিয়ে আশির দশকের জনপ্রিয় নাটক ' কোথাও কেউ নেই ' বাকেন ভাইয়ের ফাসিঁ হয়।

No comments:

Post a Comment

মুসলিমদের করনীয় কি, বললেন হেরাম শরীফের পেশ ইমামঃ

ভিডিওটি শেয়ার করুন বাচ্চাটিকে পেতে সাহায্য করুন।