Monday, January 9, 2017

যানজট অতিষ্ঠ করে তুলেছে ঢাকাবাসিকে।

যানজট ও উন্নয়ন কাজের জন্য রাজধানীর শান্তিনগর -মালিবাগ রাস্তা এড়িয়ে চলছে নগর পরিবহন বাস যেমন- সুপ্রভাত পরিবহন। এই বাসটি বিজয়নগর মোড় দিয়ে নাইটএ্যাংগেল দিয়ে খিলগাঁ ফ্লাইওভার দিয়ে রামপুরা দিয়ে যাতায়াত করছে। এছাড়া শান্তিনগর রাস্তার দুপাশে ড্রেনের কাজ চলছে।এছাড়া ফ্লাইওভার কাজ হওয়ার জন্য ফুটপাত দিয়ে ও নির্মাণ সামগ্রী জন্য পথচারী হাঁটতে ব্যাঘাত ঘটছে।

1 comment:

মুসলিমদের করনীয় কি, বললেন হেরাম শরীফের পেশ ইমামঃ

ভিডিওটি শেয়ার করুন বাচ্চাটিকে পেতে সাহায্য করুন।