Tuesday, January 24, 2017

ঢাকায় সস্তা বলতে নগর পরিবহন, আর সব কস্টলি।


৫৳ দিয়ে গুলিস্থান থেকে উঠলে এক/দেড় ঘন্টা লাগে মালিবাগে যেতে। সিটে বসে দেড় ঘন্টা সময় কাটানো সত্যিই সেভেন ওয়ান্ডারে একটি, তাও  আবার ৫ টাকায়।  নবীগণকে  দিয়ে আল্লাহ  ছাগল পালন করিয়েছে, ওনাদের ধৈর্য্য বাড়ানোর জন্য, আর আল্লাহ্ আমাদের ধৈর্য্যের পরীক্ষা করছেন নগর পরিবহন গুলো দিয়ে।
আল্লাহ্ আমাদের ধৈর্য্যশীলদের অন্তর্ভুক্ত করে দিন। এই বাস আর রাস্তাগুলোকে আপনি করে নেওয়ার তওফিক দান করুন।

রাস্তায় সোডিয়াম বাতি কেন লাগানো হতো?

এক সময় আমাদের চোখে পড়তো সোডিয়াম বাতি, রাস্তার দুপাশে শোভা পাচ্ছে। বর্তমানে এ দৃশ্য পরিবর্তিত হয়ে সাদা এলইডি বাতি ঝকমক করছে। কিন্তু সোডিয়াম বাতি ছিল, এখন নয় কেন। সাধারণ মানুষের কাছে কারন এখনোও অজানা। লোকমুখে শোনা যেতো এক একটি সোডিয়াম বাতি ১৩ হাজার টাকা ছিল। সোডিয়াম রং এর নিচে আসলে সোনালী আরা সাদা রং কে সোনালী দেখায়।বাকি সবগুলো রং কে কালো দেখায়। এইটি নিয়ে আশির দশকের জনপ্রিয় নাটক ' কোথাও কেউ নেই ' বাকেন ভাইয়ের ফাসিঁ হয়।

Monday, January 23, 2017

বিয়ের চাপ দেয়ায় বন্ধুদের দিয়ে ধর্ষণ করালেন প্রেমিক


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে প্রেমের প্রলোভন দিয়ে এক কিশোরীকে (১৬) গণধর্ষণ করেছে প্রেমিক ও তার বন্ধুরা। এমনকি তাকে মারপিট করে কুশিয়ারা নদীর পাড়ে ফেলে রেখে যায়।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, এক বছর আগে গ্রামের সামায়ুন মিয়ার (২৫) সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে সামায়ুন তাঁর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মেয়েটি সামায়ুনকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সামায়ুন কালক্ষেপণ করতে থাকে। গত শুক্রবার সন্ধ্যায় সামায়ুন কৌশলে তাঁর মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সে মেয়েটিকে তার বন্ধুদের নিয়ে গণধর্ষণ করে নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন মেয়েকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তিনিসহ গ্রামের লোকজন মেয়েকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর সামায়ুন আত্মগোপন করেছে। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মিঠুন রায় জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।
____
 নিচের লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=1865646920367253&id=100007658888390

Sunday, January 22, 2017

জাতির প্রধান সমস্যা হলো মোবাইল ফোনের চার্জ (থাকে না)।

মার ফোন সন্তান ধরছে না, সুইচ অফ। টেনশন!! এরার বাবা, ফুফু, খালা বড় ভাই সবাই ফোন দিয়ে অস্থির। যেখানে তাকাবেন দেখবেন, বড় পাওয়ার ব্যাংক, চার্জার, নিয়ে খুরছে? ফোন চার্জে লাগিয়ে কথা বলছে কিংবা গোমসা খেলছে অথবা ফেসবুক পেজ নাড়ছে! এর কারণে ঘামা ঘামা ব্যাটারি ২০০০ মিলি মোল এম্পেয়ার থেকে ৫০০০ মিলি মোল এম্পেয়ার দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না। এ সমস্যা সমাধানে সরকার সহ বিভিন্ন মহলকে এগিয়ে আসতে হবে। বেশ কিছুদিন আগে শুনেছি বাংলাদেশি দু'জন বিজ্ঞানীর আবিষ্কৃত ফোটন কণা এরা সমাধান করবে, এখন প্রশ্ন হলো সেটা কবে? বাসা থেকে ১০০% চার্জ নিয়ে বের হলেও রক্ষা নাই। কয়েকঘন্টা পরে চার্জ নাই।তারপর উড়তি বয়সীরা আবার জেড ফোন ব্যবহার করা ও প্রধান কারন, সারা দিন এফ এম রেডিও??

Monday, January 16, 2017

অপেক্ষাকৃত ভালদের উপর চাপ বেশী।


আমাদের মুসলিমদের মধ্যে যারা অপেক্ষাকৃত একটু ভাল,  যেমন সালাত আদায় করেন বা রোজা রাখেন।

তারা স্বাভাবিক ভাবে মসজিদের যান। সালাত নিঃসন্ধেহ উত্তম ইবাদত। অন্যদিকে দান করাও উত্তম।দানকারীর হাত উত্তম গ্রহীতা থেকে। মসজিদ থেকে বের হতেই অনেক সাহায্য গ্রহীতা (যেমন- ভিক্ষুক) সাহায্য কামনা করেন।  সত্যি বলতে এরা মানে নামাজিরা একটু এবাদত বন্দেগি করে।অথচ চাপ এদের উপরই আসে। কিন্তু এই ভিক্ষুকরা কোন মদের  বারের সামনে বা কোন ক্লাবের সামনে দাঁড়ায় না। যদিও এদেন একটু দান খয়রাত করা বেশি দরকার। এর অর্থ এরা সালাত রোজা কম করে।



চাপ একটু ভাল মানুষের উপর পড়ে।

Wednesday, January 11, 2017

ঢাকার মার্কেটগুলো ফাঁকা কিন্তু রোড ও ফুটপাত দিয়ে মানুষ ও গাড়ির জন্য হাঁটা যায় না।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা-বানিজ্য ভাল নয়। কয়েকজন ব্যবসায়ী জানালেন, তাদের বিসমিলল্লাহ পর্যন্ত কোন কোন দিন হয় না।তাদের জমানো টাকা খরচ করছেন।
রাজধানীর নগরপ্লাজা মার্কেটের মি.হানিফ পাটোয়ারি জানান পাওনাদারেরা প্রতিদিন এসে পাওনার জন্য তাগাদা দেন। এজন্যে তারা দেশের অর্থনীতিকে দুষলেন।তাছাড়া যত্রতত্র হকার বসে ও অবৈধ দোকানপাট তাদের ব্যবসা খারাপ করার জন্য দায়ী করলেন।

Monday, January 9, 2017

যানজট অতিষ্ঠ করে তুলেছে ঢাকাবাসিকে।

যানজট ও উন্নয়ন কাজের জন্য রাজধানীর শান্তিনগর -মালিবাগ রাস্তা এড়িয়ে চলছে নগর পরিবহন বাস যেমন- সুপ্রভাত পরিবহন। এই বাসটি বিজয়নগর মোড় দিয়ে নাইটএ্যাংগেল দিয়ে খিলগাঁ ফ্লাইওভার দিয়ে রামপুরা দিয়ে যাতায়াত করছে। এছাড়া শান্তিনগর রাস্তার দুপাশে ড্রেনের কাজ চলছে।এছাড়া ফ্লাইওভার কাজ হওয়ার জন্য ফুটপাত দিয়ে ও নির্মাণ সামগ্রী জন্য পথচারী হাঁটতে ব্যাঘাত ঘটছে।

মুসলিমদের করনীয় কি, বললেন হেরাম শরীফের পেশ ইমামঃ

ভিডিওটি শেয়ার করুন বাচ্চাটিকে পেতে সাহায্য করুন।