Sunday, November 5, 2017

ভিডিওটি শেয়ার করুন বাচ্চাটিকে পেতে সাহায্য করুন।

Monday, September 18, 2017

দি জেন্টলম্যান

দি জেন্টলম্যান নাটকের চরিত্রে একজন এম পি ও দিলে ভাল হতো। নাটকটিতে ঔষধ কোম্পানির প্রতিনিদিগনের জীবনাচরণ ওঠে আসে নি।

Monday, April 10, 2017

অপু বিশ্বাস তার পুত্র সন্তান নিয়ে মিডিয়াতে

সিটিং বাস সার্ভিস নাকি চিটিং সার্ভিস??

নগরীতে হাজার পাবলিক বাস চলে এগুলো বিভিন্ন রুটে বিভিন্ন নামে চলে। 
কিছু আবার 
সিটিং সার্ভিস নামে চলে।  এরা যাত্রীদের থেকে ডাবল ভাড়া আদায় করে।
নিজস্ব সূত্রে জানা যায়, বিআরটিএ জানামতে সিটিং সার্ভিস বলে কোন সার্ভিস নাই।
তা হলে কোন আইন বলে তারা দ্বিগুন ভাড়া আদায় করছে।
এরা নগরবাসির সাথে সিটিং সার্ভিসের নামে চিটিং করছেন।

Thursday, March 16, 2017

Life hack blade & ball point pen as a rezor


সেভ করার জন্য দরকার মাত্র ১ টি ব্লেড।

Friday, March 3, 2017

সাধারণ মুসল্লিরা ঠকছেন !!

আম
া বাংলাদেশের সাধারণ মুসল্লি রা শুক্রবারে জুম্মা আদায়ের জন্য মসজিদে যায়। এটা অন্য দিনের তুলনায় অনেক বেশি থাকে। এদিন খতিবরা একটু বেশি বেশি দোয়া করেন। এ সময়ে পাড়ার প্রভাবশালী মুসল্লি খতিব দিয়ে তার পিতা মাতা বা আত্মীয় স্বজনের জন্য দোয়া সারিয়ে নেন।আশা সবাই মিলে দোয়া করলে কবুল হবে। আল্লাহর রাসুল আমাদের কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন।এদের একটি '' রাব্বির হামহুমা.....সগিরা"। আরেকটি হলো " রাব্বানা আতিনা.......... ফিরদুনিয়া হাসানা"। এ জাতীয় দোয়া অর্থ করলে দেখা যায় ঐ হজুর নিজের মা-বাবার জন্যই দোয়া করছেন। কিংবা নিজের ইহকাল ও পরকালের জন্য দোয়া করছেন। তাহলে সাধারণ লোক কি পেল। যিনি বা দোয়ার আয়োজন করলেন বা উপঢৌকন দিলেন তার কি লাভ হলো।
শরীয়াতের ভাষায় আমরা জানি, মা বাবার জন্য সন্তানের দোয়া তেমনি সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। এছাড়াও দোয়া কবুলের সময় ও ব্যক্তির মধ্যে ড়ধরনের আলেম পড়েন না।
যেমন যাদের দোয়া কবুল হয়, মুসাফির, স্ত্রী জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, এতিম, অত্যাচারিত ব্যক্তি,ইত্যাদি। আর দোয়া কবুলের সময় হলো, বৃষ্টির সময়, সূর্য়াস্তের পূর্বে,রাতের শেষ তৃতীয়াংশে (রমজানের শেষ ১০ বেজোড় দিন ইত্যাদি। আমাদের নিজেদের দোয়া নিজেরাই আল্লাহর কাছ থেকে চেয়ে নিন।


..

Tuesday, February 28, 2017

হরতালে ঢাকা সহ সারা দেশে জনজীবন বিঘ্নিত।

আজ সারাদেশ ব্যাপি গ্যাসের দাম কমানো ইস্যু করে হরতালের ডাক দেয় বাম মোর্চা।
অফিস ছুটির পর ঢাকা বাসী চরম বিপদে পড়েন। অনির্দিষ্ট কালের হরতাল সরকারের টনক নড়বে কিনা এটা যাবে আগামীতে।

Wednesday, February 15, 2017

এম এম কিট হলো লক্ষ লক্ষ ভ্রুণ হত্যাকারী মেডিসিন যা প্রেসক্রিপশন ছাড়াই বিক্রয়ই হয়।

ভ্রুণ হত্যাকারী মেডিসিন হিসেবে ব্যপক পরিচিতি পেয়েছে 'এম এম কিট' যার ম্যানুফেকচার করে জিসকা ফার্মাসিউটিক্যালস্ লিঃ। গত ৪/৫ বছরে ২০ থেকে ৪০ লাখ ভ্রুণ হত্যাকারী হিসেবে প্রায় অব্যর্থ বলে ঔষধ দোকানিরা ও ব্যবহারকারিরা জানে। শুধু জিসকা ফার্মাসিউটিক্যালস্ তাদের ' এম এম কিট' ২৫ থেকে ৩০ লক্ষ বাক্স বিক্রয় করে। এক বাক্স ৩০০ টাকা করে কোটি কোটি টাতা হাতিয়ে নিচ্ছে। এ ছাড়াও এ গ্রুপে আছে ' টার্মিনেট ' স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিঃ ও 'এম টি পি কিট' শরীফ ফার্মাসিউটিক্যালস্ লিঃ।  ঔষধ দোকানে এটা সহজে কেনা যায়। এটি ওটিসি (ওভার দ্যা কাউন্টার) হিসেবে চলে। ইসলাম সহ পৃথিবীর সকল ধর্মে ভ্রুণ হত্যা মহাপাপ বলা হয়েছে। আর প্রশাসনের সামনে সকলে এই কাজটি করে যাচ্ছে। ইসলাম ধর্মের কুরআনে আল্লাহ বলেছেন," তোমরা দারিদ্রার ভয়ে তোমাদের সন্তান(দের)কে হত্যা করো না।" ভ্রুন হত্যাকারী এম এম কিট সহ অন্য মেডিসিনের কি(?) বাংলাদেশে দরকার আছে কিনা এটা ভেবে দেখার সময় এসেছে।
খবর নিজস্ব সূত্রঃ

Besa - Amelia (feat. Mattyas) (Official Music Video)

Tuesday, February 14, 2017

PSY - GANGNAM STYLE(강남스타일) M/V

এই একটি ভিডিও প্রমান করে, ইউটিউব ফেসবুক থেকে বেশি জনপ্রিয়। যে দেশগুলোর মিডিয়া গুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত সে দেশে ইউটিউব ও ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো বেশি জনপ্রিয়।

বাঁশের সাঁকো পার হচ্ছে হিজাব পরিহিত রমনী। bamboo pools accross the girls..

Sunday, February 5, 2017

ডোনাল্ট ট্রাম্পের ৭ মুসলিম দেশের প্রবেশ নিষেধঃ

এয়ার ফ্রান্স, কাতার এয়ারওয়েজ, এবং লুফথানসার শনিবার বলেছেন, তারা সাত সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশন নিষেধাজ্ঞা দ্বারা আক্রান্ত দেশ থেকে যাত্রীদের মার্কিন-বাউন্ড বিমান চালনা খুলে দেয়া হয়েছে.

রয়টার্স জানায়, এয়ার ফ্রান্স তার নিয়ন্ত্রণের আপডেট করেছে পর ভেরী এর নির্বাহী আদেশে সাময়িকভাবে শুক্রবার একটি ফেডারেল আদালত স্থগিত করা হয়েছে.

"আজ থেকে শুরু আমরা এই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে," এয়ার ফ্রান্স মুখপাত্র হার্ভে Erschler বলেন, রয়টার্স অনুযায়ী. "দেশ থেকে নাগরিকদের সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রে আবার একবার উড়ে অনুমোদিত করা হচ্ছে, তাদের কাগজপত্র প্রদান ও ভিসা যাতে হয়."

Erschler বলেন প্যারিসে আমেরিকান সরকারি প্রতিনিধিরা স্থানীয় বিমানসসংস্থাগুলি পরামর্শ দিয়েছিলেন তারা ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের জন্য মার্কিন-বাউন্ড সেবা পুনরায় চালু করতে পারে.

অ্যাসোসিয়েটেড প্রেস বলেন কাতার এয়ারওয়েজের একটি অনুরূপ সিদ্ধান্ত হয়েছে এবং যাত্রীদের অ্যাডভাইসারির জারি করেছে. সরকার সমর্থিত কাতার এয়ারওয়েজের মধ্যপ্রাচ্যের বিমানসসংস্থাগুলি একাধিক আমেরিকান শহর থেকে সরাসরি দৈনিক ফ্লাইট পরিচালনা একটি থাবা এক. অন্যান্য উপসাগরীয় বাহক মত, তার গ্রাহকদের অনেক ট্রানজিট যাত্রী যার যাত্রা অন্যত্র সম্ভূত আছে.

যাত্রীদের বার্তায় জার্মানির লুফথানসার বলেন: "সাত দেশ কর্তৃক ইস্যুকৃত পাসপোর্ট সঙ্গে দর্শকরা - ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন - এবং একটি বৈধ অভিবাসী বা মার্কিন জন্য অ অভিবাসী ভিসা অধিষ্ঠিত আবার অনুমতি দেওয়া হয় ইউ এস এ ভ্রমণ করতে. "

শুক্রবার, সিয়াটেল মধ্যে মার্কিন জেলা জজ জেমস রবার্ট শাসিত যে ওয়াশিংটন রাজ্য এবং মিনেসোটা ভেরী আদেশ, যা সরকার আইনজীবীরা বিতর্কিত চ্যালেঞ্জ দাঁড়িয়ে ছিল, এবং বলেন, তারা দেখিয়েছেন তাদের ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা ছিল. ক্ষতিগ্রস্ত দেশ থেকে প্রায় 60,000 লোক তাদের ভিসা বাতিল করা হয়েছে.

"রাষ্ট্র অবিলম্বে এবং অপূরণীয় আঘাত প্রদর্শক তার বোঝা পূরণ করেনি," রবার্ট বলেন. "এই tro (অস্থায়ী নিরোধক অর্ডার) দেশব্যাপী ভিত্তিতে প্রদান করা হয়."

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পিসার বলছে তারা শুক্রবার রাতে একটি বিবৃতি প্রকাশ "এই ভয়ানক আদেশ এক জরুরি থাকার দায়ের এবং প্রেসিডেন্ট, যা আমরা বিশ্বাস করি হালাল এবং উপযুক্ত নির্বাহী আদেশ প্রতিহত করা হবে." পরপরই হোয়াইট হাউস একটি নতুন বিবৃতি যে শব্দ মুছে পাঠানো আউট "ভয়ানক."

"রাষ্ট্রপতির আদেশে স্বদেশ রক্ষা করার জন্য দেয়ার উদ্দেশ্যে করা হচ্ছে এবং তিনি সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্ব আমেরিকান মানুষ রক্ষা করার জন্য হয়েছে," বিবৃতিতে বলেন.

আরও দেখুন: ফেডারেল বিচারক দেশব্যাপী ভেরী ইমিগ্রেশন অর্ডার উপর অস্থায়ীভাবে আটকে রাখে

Tuesday, January 24, 2017

ঢাকায় সস্তা বলতে নগর পরিবহন, আর সব কস্টলি।


৫৳ দিয়ে গুলিস্থান থেকে উঠলে এক/দেড় ঘন্টা লাগে মালিবাগে যেতে। সিটে বসে দেড় ঘন্টা সময় কাটানো সত্যিই সেভেন ওয়ান্ডারে একটি, তাও  আবার ৫ টাকায়।  নবীগণকে  দিয়ে আল্লাহ  ছাগল পালন করিয়েছে, ওনাদের ধৈর্য্য বাড়ানোর জন্য, আর আল্লাহ্ আমাদের ধৈর্য্যের পরীক্ষা করছেন নগর পরিবহন গুলো দিয়ে।
আল্লাহ্ আমাদের ধৈর্য্যশীলদের অন্তর্ভুক্ত করে দিন। এই বাস আর রাস্তাগুলোকে আপনি করে নেওয়ার তওফিক দান করুন।

রাস্তায় সোডিয়াম বাতি কেন লাগানো হতো?

এক সময় আমাদের চোখে পড়তো সোডিয়াম বাতি, রাস্তার দুপাশে শোভা পাচ্ছে। বর্তমানে এ দৃশ্য পরিবর্তিত হয়ে সাদা এলইডি বাতি ঝকমক করছে। কিন্তু সোডিয়াম বাতি ছিল, এখন নয় কেন। সাধারণ মানুষের কাছে কারন এখনোও অজানা। লোকমুখে শোনা যেতো এক একটি সোডিয়াম বাতি ১৩ হাজার টাকা ছিল। সোডিয়াম রং এর নিচে আসলে সোনালী আরা সাদা রং কে সোনালী দেখায়।বাকি সবগুলো রং কে কালো দেখায়। এইটি নিয়ে আশির দশকের জনপ্রিয় নাটক ' কোথাও কেউ নেই ' বাকেন ভাইয়ের ফাসিঁ হয়।

Monday, January 23, 2017

বিয়ের চাপ দেয়ায় বন্ধুদের দিয়ে ধর্ষণ করালেন প্রেমিক


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে প্রেমের প্রলোভন দিয়ে এক কিশোরীকে (১৬) গণধর্ষণ করেছে প্রেমিক ও তার বন্ধুরা। এমনকি তাকে মারপিট করে কুশিয়ারা নদীর পাড়ে ফেলে রেখে যায়।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, এক বছর আগে গ্রামের সামায়ুন মিয়ার (২৫) সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে সামায়ুন তাঁর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মেয়েটি সামায়ুনকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সামায়ুন কালক্ষেপণ করতে থাকে। গত শুক্রবার সন্ধ্যায় সামায়ুন কৌশলে তাঁর মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সে মেয়েটিকে তার বন্ধুদের নিয়ে গণধর্ষণ করে নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন মেয়েকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তিনিসহ গ্রামের লোকজন মেয়েকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর সামায়ুন আত্মগোপন করেছে। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মিঠুন রায় জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না।
____
 নিচের লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=1865646920367253&id=100007658888390

Sunday, January 22, 2017

জাতির প্রধান সমস্যা হলো মোবাইল ফোনের চার্জ (থাকে না)।

মার ফোন সন্তান ধরছে না, সুইচ অফ। টেনশন!! এরার বাবা, ফুফু, খালা বড় ভাই সবাই ফোন দিয়ে অস্থির। যেখানে তাকাবেন দেখবেন, বড় পাওয়ার ব্যাংক, চার্জার, নিয়ে খুরছে? ফোন চার্জে লাগিয়ে কথা বলছে কিংবা গোমসা খেলছে অথবা ফেসবুক পেজ নাড়ছে! এর কারণে ঘামা ঘামা ব্যাটারি ২০০০ মিলি মোল এম্পেয়ার থেকে ৫০০০ মিলি মোল এম্পেয়ার দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না। এ সমস্যা সমাধানে সরকার সহ বিভিন্ন মহলকে এগিয়ে আসতে হবে। বেশ কিছুদিন আগে শুনেছি বাংলাদেশি দু'জন বিজ্ঞানীর আবিষ্কৃত ফোটন কণা এরা সমাধান করবে, এখন প্রশ্ন হলো সেটা কবে? বাসা থেকে ১০০% চার্জ নিয়ে বের হলেও রক্ষা নাই। কয়েকঘন্টা পরে চার্জ নাই।তারপর উড়তি বয়সীরা আবার জেড ফোন ব্যবহার করা ও প্রধান কারন, সারা দিন এফ এম রেডিও??

Monday, January 16, 2017

অপেক্ষাকৃত ভালদের উপর চাপ বেশী।


আমাদের মুসলিমদের মধ্যে যারা অপেক্ষাকৃত একটু ভাল,  যেমন সালাত আদায় করেন বা রোজা রাখেন।

তারা স্বাভাবিক ভাবে মসজিদের যান। সালাত নিঃসন্ধেহ উত্তম ইবাদত। অন্যদিকে দান করাও উত্তম।দানকারীর হাত উত্তম গ্রহীতা থেকে। মসজিদ থেকে বের হতেই অনেক সাহায্য গ্রহীতা (যেমন- ভিক্ষুক) সাহায্য কামনা করেন।  সত্যি বলতে এরা মানে নামাজিরা একটু এবাদত বন্দেগি করে।অথচ চাপ এদের উপরই আসে। কিন্তু এই ভিক্ষুকরা কোন মদের  বারের সামনে বা কোন ক্লাবের সামনে দাঁড়ায় না। যদিও এদেন একটু দান খয়রাত করা বেশি দরকার। এর অর্থ এরা সালাত রোজা কম করে।



চাপ একটু ভাল মানুষের উপর পড়ে।

Wednesday, January 11, 2017

ঢাকার মার্কেটগুলো ফাঁকা কিন্তু রোড ও ফুটপাত দিয়ে মানুষ ও গাড়ির জন্য হাঁটা যায় না।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা-বানিজ্য ভাল নয়। কয়েকজন ব্যবসায়ী জানালেন, তাদের বিসমিলল্লাহ পর্যন্ত কোন কোন দিন হয় না।তাদের জমানো টাকা খরচ করছেন।
রাজধানীর নগরপ্লাজা মার্কেটের মি.হানিফ পাটোয়ারি জানান পাওনাদারেরা প্রতিদিন এসে পাওনার জন্য তাগাদা দেন। এজন্যে তারা দেশের অর্থনীতিকে দুষলেন।তাছাড়া যত্রতত্র হকার বসে ও অবৈধ দোকানপাট তাদের ব্যবসা খারাপ করার জন্য দায়ী করলেন।

Monday, January 9, 2017

যানজট অতিষ্ঠ করে তুলেছে ঢাকাবাসিকে।

যানজট ও উন্নয়ন কাজের জন্য রাজধানীর শান্তিনগর -মালিবাগ রাস্তা এড়িয়ে চলছে নগর পরিবহন বাস যেমন- সুপ্রভাত পরিবহন। এই বাসটি বিজয়নগর মোড় দিয়ে নাইটএ্যাংগেল দিয়ে খিলগাঁ ফ্লাইওভার দিয়ে রামপুরা দিয়ে যাতায়াত করছে। এছাড়া শান্তিনগর রাস্তার দুপাশে ড্রেনের কাজ চলছে।এছাড়া ফ্লাইওভার কাজ হওয়ার জন্য ফুটপাত দিয়ে ও নির্মাণ সামগ্রী জন্য পথচারী হাঁটতে ব্যাঘাত ঘটছে।

মুসলিমদের করনীয় কি, বললেন হেরাম শরীফের পেশ ইমামঃ

ভিডিওটি শেয়ার করুন বাচ্চাটিকে পেতে সাহায্য করুন।